

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার লেখা চিঠিগুলি আমাদের জন্য একেকটি ইতিহাসের দলিল। এসব চিঠিতে যেমন আছে তাঁর কারাজীবনের গল্প, তেমনই রয়েছে রাজনৈতিক সংগ্রাম, বন্ধুত্ব,পরিবারের প্রতি দরদ এবং সব ছাপিয়ে দেশের ভালোর জন্য আকুতি। এই সুদূরদৃষ্টিসম্পন্ন নেতার জন্মশতবর্ষকে সামনে রেখে সিটি ব্যাংক-এর ডিজিটাল মান্টিমিডিয়া আয়োজনে গড়া ২০২০ সালের ক্যালেন্ডারে দেশের খ্যাতনামা স্বরশিল্পীরা পাঠ করেছেন তাঁর নির্বাচিত ১২টি অমূল্য চিঠি। আমরা মনে করি, এই ১২টি চিঠি জাতির কাছে বঙ্গবন্ধুকে হাজির করবে নতুন রূপে। দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত সবাইকে দিয়ে যাবে উদ্দীপনা।